মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, পাঁচজনের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে গেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আটজন। এছাড়া ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন যাত্রী ছিল।
লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে।
আহত চারজনকে টঙ্গীবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/কেএম)
মন্তব্য করুন