গোপালগঞ্জকে মাদক মুক্ত করা হবে: পুলিশ সুপার
গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেছেন, গোপালগঞ্জকে মাদক মুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর নিজ জেলায় কোন মাদক ব্যবসায়ী থাকবে না। যে সকল এলাকায় মাদক বেচাকেনা চলবে, সে সকল এলাকায় অভিযান চলবে। মাদক জাতির মেরুদন্ডকে ধ্বংস করে দিচ্ছে এবং যুব সমাজকে গ্রাস করে নিচ্ছে। সচেতন নাগরীকসহ অভিভাবকদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। সন্ধ্যার ভিতর বাড়ী ফিরতে হবে ছাত্রদের। কোন ছেলেমেয়ে সন্ধ্যার পরে বাইরে থাকছে, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে অভিভাবকদের।
মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফা এ কথা জানান।
এ সময় পুলিশ সুপার জানান, গোপালগঞ্জে কোন মাদকের স্পট থাকবে না। কিশোর গ্যাং সচেতনতায় ছাত্রদের বিষয়ে তিনি বলেন, ছাত্রদের অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। সন্ধ্যার পরে কোন ছাত্র বাইরে থাকলে সে বিষয়ে সবচাইতে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তার অভিভাবককে।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। তিনি মাদক নির্মূলসহ জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন।
এ সময় নবাগত পুলিশ সুপার প্রতিটি পরিবারের সন্তানরা কে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কখন ঘরে ফিরছে এসব বিষয়ে সকল পিতা-মাতাকে নজরদারি করার পরামর্শ দেন।
এজন্য অভিভাবকদেরকে সবচাইতে বেশি সচেতন হতে হবে। মাদক ইভটিজিং এবং যেকোনো ধরনের সামাজিক ব্যাধিমূলক কার্যক্রম থেকে আমাদেরকে সচেতন হতে হবে।
এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী সকল শ্রেণির মানুষকে একমত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহবান জানান পুলিশ সুপার আল-বেলী আফিফা।
(ঢাকাটাইমস/০৮ আগস্ট/ ইএইচ)