কুড়িগ্রামে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৩, ০৮:৩৮| আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২:৫২
অ- অ+

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা থেকে আসা কুড়িগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সূত্রে জানা যায়, নিহত যুবক জ্বর নিয়ে গত ৪ দিন আগে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়িতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মাঈদুল ইসলাম (২৪)। তিনি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদ কারীর ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৫ সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৬ জন। অবশিষ্ট ১৬ জনের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরও ৩ জন।।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মাঈদুলকে গত সোমবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা