মাদারীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার বাড়ি বেড়াতে এসে লামিয়া রাতে বাথরুমে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হলে সাপে কামড় দেয়। এ সময় তিনি বুঝে উঠতে পারেননি। ধারণা ছিল ব্যাঙে আচরের আঘাত। পরে সে অচেতন হলে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামিয়া আক্তার কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড পাঙ্গাশিয়ার মো. লোকমান হাওলাদারে বড় মেয়ে। তার স্বামীর বাড়ি শ্যামনগর কালীগঞ্জ সাতক্ষীরায়। তার স্বামী সৌদি প্রবাসী বেল্লাল শেখ। তার ৩ বছরের একটি কন্যাসন্তান আছে।
নিহতের বাবা লোকমান হাওলাদার বলেন, বর্ষার সময় চারদিকে পানি থাকায় এলাকায় সাপের উপদ্রব বাড়ছে। আমার মেয়েকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে পারলে এরকম ঘটনা ঘটতো না।
(ঢাকাটাইমস/১০ আগস্ট/ ইএইচ)

মন্তব্য করুন