নোয়াখালীতে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৩, ২১:৫৩

'কারিগরি শিক্ষা গ্রহণ কর, নিজের কর্মসংস্থান নিজেই কর, দক্ষতাই শক্তি দক্ষতায় মুক্তি, একটি জানালা একটি দৃশ্য, একটি কম্পিউটার পুরো বিশ্ব' এসব প্রতিপাদ্যে নোয়াখালীতে ক্যারিয়ার মিট আপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে তৌহিদ অ্যাসোসিয়েটস এর আয়োজনে 'নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ ক্যারিয়ার মিট আপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পলিটেকনিকের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আহছান উল্ল্যাহ শিমুলের সভাপতিত্বে ও তৌহিদ অ্যাসোসিয়েটসের কো-অর্ডিনেটর মো. তানজিতের সঞ্চালনায় আলোচনা করেন- তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠিতা মো. তৌহিদুজ্জামান, বিডি জবস এর এজিএম (প্রোগ্রামস) মোহাম্মদ আলী ফিরোজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেক বিভাগীয় প্রধান জি এম তাজ উদ্দিন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গণিতের ইন্সট্রাক্টর নোয়াব আলী সোহেল, প্রাণ আরএফএল গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার মো. জোবায়ের হোসেনসহ প্রমুখ।

পরে উপস্থিত শিক্ষার্থীদের দেশে-বিদেশে উচ্চ শিক্ষা, ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, বর্তমান চাকরি বাজার সম্পর্কে অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ট্রেনিং সেশন পরিচালনা করা হয়।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :