প্যারোলে মু‌ক্তি মিল‌লেও সরকার আস‌তে দেয়‌নি সালাম পিন্টু‌কে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৩, ১০:৪২| আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:৩৬
অ- অ+

মৃত মা‌কে শেষ দেখার জন্য প্যারোলে মু‌ক্তি মিল‌লেও সরকার আব্দুস সালাম পিন্টুকে আস‌তে দেয়‌নি, এর বিচার আল্লাহ কর‌বেন এক‌দিন। এই নির্যাতন-নি‌পীড়ন কখনই ভালো পথ দেখায় না ব‌লে মন্তব্য করেছেন যুবদ‌লের সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু।

র‌বিবার বি‌কা‌লে জেলার গোপালপুর উপ‌জেলার গু‌লি‌পেচা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে মা‌য়ের জানাজা নামা‌জের আগে যুবদল সভাপ‌তি এ কথা বলেন।

এর আগে শ‌নিবার রা‌তে বিএন‌পির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সা‌বেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোছা. সালমা বেগম চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতা‌লে মারা যান।

সালমা বেগ‌মের মৃত‌দেহ তা‌দের গ্রা‌মের বা‌ড়ি গোপালপু‌রের গু‌লি‌পেচা এলাকায় আনা হ‌লে দে‌শের বিভিন্ন জায়গা থে‌কে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয়রা একনজর দেখ‌তে ভিড় ক‌রেন।

জানাজার আগে যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু সালাম পিন্টুকে আস‌তে না দেয়ার বিষ‌য়ে সরকার‌কে দায়ী ক‌রে ব‌লেন, যারা কর‌ছেন যা কর‌ছেন তারা থে‌মে যান অ‌নেক ক‌রে‌ছেন। এলাকার একজন জনপ্রতি‌নি‌ধি ছি‌লেন আমার ভাই পিন্টু। সক‌লেই তা‌কে চি‌নেন ভালো মানুষ হি‌সে‌বে। আমার ভাই তার মা‌য়ের মরা মুখটা দেখ‌তে পার‌বে না এটা কি হ‌তে পারে।

জানাজায় কেন্দ্রীয় বিএন‌পির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির, কৃষক দলের সহসভাপতি মাইনুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মিঞা মো. রাসেল, যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল করিম সরকার, জেলা-উপ‌জেলাসহ স্থানীয় বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মী‌রা উপ‌স্থিত ছি‌লেন।

জানাজা শে‌ষে গু‌লি‌পেচা পারিবা‌রিক কবরস্থা‌নে সালমা বেগমের দাফন সম্পন্ন হয়।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা