চুক্তিভিত্তিক চেয়ারম্যান পেল বিসিএসআইআর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৩, ১৪:২৪| আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৪:৩০
অ- অ+

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক দুইজনকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩ এর ধারা ৫(৬) অনুযায়ী অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখকে পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিনবছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পরিষদের (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ১৩(২) অনুযায়ী বেগম আখতার জাহানকে পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় (দ্বিতীয় মেয়াদে) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুইবছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে বিইউপির এয়ার কমান্ডার সৈয়দ ফকরুদ্দিন মাসুদকে বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগে পদায়ন করা হয়েছে। তার জায়গায় নৌবাহিনীর কর্মকর্তা কমডোর মাহমুদ মেহেদী হুসেইনকে বিইউপির চিফ অফ পিআরআই অ্যান্ড পি বিভাগে পদায়ন করা হয়েছে। এই নৌ কর্মকর্তার চাকরি প্রেষণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা