আইসক্রিম বক্সে গাঁজা, র‌্যাবের হাতে আটক ৩

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ১৯:০৬

পিকআপের ভেতর আইসক্রিম বক্সে অভিনব কৌশলে বহন করা হচ্ছিল গাঁজা। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের উত্তর সালনা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

এ সময় পিকআপের ভেতর আইসক্রিম বক্সে অভিনব কায়দায় লুকানো ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটায় এ অভিযান চালায় র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল।

মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প কামান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাকির ভূঁইয়ার ছেলে তাসলিম ভূঁইয়া (৩৩), একই জেলার কল্যাণলুর গ্রামের মৃত মোমর উদ্দিনের ছেলে ধন মিয়া (৬৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাদোরগোলা গ্রামের আজগর আহমেদ এর ছেলে পিকআপ চালক জাকির আহমেদ (২৯)।

মেজর ইয়াসির আরাফাত বলেন, ময়মনসিংহ থেকে পিকআপ যোগে গাঁজার একটি বড় চালান গাজীপুরের দিকে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ, ৩টি আইসক্রিম বক্স, ৪টি মোবাইল ও ৭টি সিম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা এর আগেও মাদকের চোরাচালানে সক্রিয়ভাবে জড়িড ছিল। কিন্তু তারা এতটাই সুকৌশলী ছিল যে আগে কখনও গ্রেপ্তার হয়নি। এবারই প্রথম তারা র‌্যাবের হাতে ধরা পড়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :