২২ বছর পালিয়ে থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৩, ১৮:০০
অ- অ+

দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন আনোয়ারুল ইসলাম নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি।

তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি এলাকার বাসিন্দা।

বুধবার রাতে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ফরিপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।

ওসি জানায়, ২০০১ সালে আনোয়ারুল ইসলামসহ তিনজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা এলাকায় নার্সারিতে কাজ করতেন। ওই সালের সেপ্টেম্বর মাসে সেখানে একটি হত্যাকা‌ণ্ডের ঘটনা ঘটে। আনোয়ারুল সেই হত্যাকা‌ণ্ডে জড়িত ছিলেন। পরে আদালত আনোয়ারুলের মৃত্যুদ‌ণ্ডের রায় দেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। ২২ বছর ধরে সাজার ভয়ে দেশের বিভিন্ন জেলায় ছদ্মবেশে অবস্থান এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করতেন।

আটকের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা