শেরপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হলেন মনিরুজ্জামান

শেরপুর জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন ডা. মনিরুজ্জামান তালুকদার। তিনি ২০২২-২৩ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন।
ডা. মনিরুজ্জামান তালুকদার শেরপুর সদর উপজেলার গাজীরখামার মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার বিকালে জাতীয় শোক দিবসে জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ক্যাটাগরিতে তাকে পুরস্কার ও সনদ তুলে দেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রায়হানুল ইসলাম।
এ বিষয়ে ডা. মনিরুজ্জামান তালুকদার বলেন, আমার এ শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সকল সহকর্মী ও জনসাধারণের। আশা করি পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/ ইএইচ)

মন্তব্য করুন