শেরপুরে ধানখেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলায় ধানখেত থেকে আব্দুল লতিফ (৪৪) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল লতিফ উপজেলার বাজিদখিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে রাস্তার পাশের ধানখেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ বলছে, মৃত ব্যক্তির গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবার মরদেহটি শনাক্ত করেছে।
(ঢাকা টাইমস/২১এপ্রিল/এসএ)

মন্তব্য করুন