বিএনপিকে নিশ্চিহ্ন করার শপথ নিতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১৯:২৪

দেশের অপশক্তি বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ নিতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘বিএনপিই বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করছে। তারা এখনও শেখ হাসিনাকে ও সজীব ওয়াজেদ জয়কে হত্যা করার জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে।’

বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন,পৃথিবীর কোনো দেশে তত্বাবধায়ক সরকার নেই শুধু আছে পাকিস্তান। বিএনপিকে আমি বলি দল বল নিয়ে পাকিস্তানে চলে যান। চলে যান পেয়ারে পাকিস্তানে। তত্বাবধায়ক সরকার ভূত মাথা থেকে নামান না হয়, আমও যাবে ছালাও যাবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন নির্বাচনে আসুন।

বিএনপি গোপনে মিটিং করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগুন সন্ত্রাসের কর্মকাণ্ড করতে গোপনে মিটিং করা হচ্ছে। এই অপশক্তি রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে আমাদের শপথ নিতে হবে, সতর্ক থাকতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে কাদের বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় তখন আমি আড়াই বছর জেল খেটেছি। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন- আমি নাকি জেল খাটিনি। এতে বড় মিথ্যা কথা। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে একদিনও বাসায় থাকতে পারিনি। বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করছে। তারেক রহমানের বাবা (মেজর জিয়াউর রহমান) অহংকারে বলত, মানি ইজ নো প্রবলেম। যেমন পিতা, তেমন সন্তান। তার ছেলেও (তারেক রহমান) বলে, আন্দোলন করো, টাকার অভাব হবে না। কোথা থেকে আসে এই টাকা?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে বিএনপি এখনো তারা সন্ত্রাসের রাজনীতি করে। যে জেএমবি (জঙ্গী সংগঠন- জামাতুদিল মুজাহিদিন বাংলাদেশ) সিরিজ বোমা হামলা চালয়েছে, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। তারাই জামায়াত ও জঙ্গিদের মূল পৃষ্ঠপোষক।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জন্য ৫০০ লোকের একটা মিছিল করতে পারেন নাই। এখন চোখের পানি ফেলছেন। আমির খসরু, মির্জা আজমের চোখমুখ শুকিয়ে গেছে। আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন বলে আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে৷ দিনের আলোতে সবার চোখের সামনে, চক্ষুলজ্জা যাদের নেই, তারা এই কথা বলতে পারে। ফখরুল সাহেব ভুলে গেছেন ইতিহাস? তখন কি আপনার জন্ম হয় নাই?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পুরো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। রক্তে ভেসে গেছে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি। সে রক্ত কাদের হাতে? সে রক্ত বিএনপির অনুসারীদের হাতে।’

কাদের বলেন, ‘এই মাসটি আমাদের জন্য রক্তকঝরণের মাস। এই আমসে আমাদের বেসদনার অস্ত্রু গড়িয়ে পড়ে। এই মাসে ভালোবাসার কান্না ঝড়ে। আর এই মাসেই বাড়ে বাড়ে ভয়াল ট্রাজেডির স্মৃতি আমাদেরকে স্বরণ করিয়ে দেয়, আমাদের অতিতের দিনগুলো। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, তাদের অবিসংবাদিত নেতৃত্ব। বঙ্গবন্ধুর পর তার সুকন্যা পিতা মুজিবের রক্তভেজা মাটিতে, বঙ্গবন্ধুর অবর্তমানে বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে৷ ১৫ পর আগের বাংলাদেশ, ১৫ বছর পরের আজকের বাংলাদেশ। শেখ হাসিনা এই দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেনসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :