আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: কবির বিন আনোয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৩, ১২:০০| আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১২:২০
অ- অ+

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, জনগণের কাছে না গিয়ে বিএনপি-জামায়াত বিদেশি প্রভুর কাছে যায়। আওয়ামী লীগ নির্বাচনমুখী সরকার। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

শনিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা কারো জন্য অপেক্ষা করবো না। সারাদেশে আমাদের নির্বাচনের ক্যাম্পেইন চলছে। স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে। লক্ষ্মীপুরে স্মার্ট কর্নারটি আমাদের ৩৪তম। পর্যায়ক্রমে সারাদেশে স্মার্ট কর্নার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুদ ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা নুরুন্নবী চৌধুরী, আবদুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূইয়া মান্না প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা