ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৩, ১৩:২০
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লার্টফর্মের লাইনে এই দুর্ঘনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লার্টফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জেরর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানো সময়ে হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ইঞ্জিনের বগি কাত হয়ে পড়ে যায়। পরে তাৎক্ষণিক ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য করছেন। তারা উদ্ধার করতে ব্যর্থ হলে আখাউড়া স্টেশন থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনের বগিটি উদ্ধার করা হবে বলে জানা যায়।

এগারো সিন্ধুর ট্রেনের লোকোমাস্টার মো. আব্দুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশনে এসে পৌঁছালে স্টেশন মাস্টার আমাদের ৩ নম্বর প্লার্টফর্মের পুরাতন একটি লাইনে সিগনাল দেয়। তারপর সেই লাইনে ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় হঠাৎ করে চারটি চাকা লাইন থেকে পড়ে যায়। ইঞ্জিনটি থামানোর চেষ্টা করলেও থামাতে পারেননি তিনি।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে যায়। পরে আমরা ইঞ্জিনটি উদ্ধারের জন্য কাজ করছি। কিন্তু ইঞ্জিনের বগি উদ্ধার করতে পারিনি। তবে উদ্ধারের জন্য আখাউড়া স্টেশন হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করবেন বলে তিনি জানান।

(ঢাকাটাইমমস/২৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা