টাঙ্গাইলে শোকসভায় একই মঞ্চে তিন সিদ্দিকী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় বহুদিন পর একই মঞ্চে তিন সিদ্দিকীকে দেখা গেছে। তারা হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তার দুই ভাই সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ছোট ভাই আজাদ সিদ্দিকী।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বুধবার বিকালে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানে তারা একই মঞ্চে উপস্থিত হন।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে লতিফ সিদ্দিকী সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে ইসলাম ও তাবলীগ জামায়াত নিয়ে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব যায়। একই সঙ্গে নিজ দল আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হন। দল থেকে বহিষ্কারের পর লতিফ সিদ্দিকীকে কোনো রাজনৈতিক দলের মঞ্চে তেমন দেখা যায়নি। দীর্ঘদিন পর বুধবার বিকালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক দলের শোকসভায় প্রকাশ্যে মঞ্চে উঠেন। একই সাথে তার ছোট ভাই আজাদ সিদ্দিকীকেও একই মঞ্চে দেখা যায়।
শোক সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী) প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০আগস্ট/এআর)

মন্তব্য করুন