প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জে বর্ধিত সভা করলেন শাহীন মালুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৫:৩০| আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৫:৪০
অ- অ+

আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও সোনারগাঁও উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা করেছেন যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম।

বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার গাজী ভবনে এবং সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ডে যুবলীগের কার্যালয়ে বর্ধিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

এদিকে সোনারগাঁও উপজেলা যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন মালুম বলেন, আগামী ২ সেপ্টেম্বর আগারগাঁওয়ে ঢাকার পুরাতন বাণিজ্যমেলার মাঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রূপগঞ্জ উপজেলা যুবলীগ ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীদেরকে যুবলীগের পতাকা, ক্যাপ, নির্ধারিত কালারের গেঞ্জি পড়ে প্রবেশ করতে হবে এবং শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানকে সফল করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত জোট সরকার এই দেশকে ২০০৪ সালের মতো নৈরাজ্যের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। শেষে শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষ্যে নৌকার পক্ষে ভোট চান তিনি।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা