জামালপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০১

জামালপুর সদর উপজেলার পিয়ারপুরে ট্রেনে কাটা পড়ে মো. শরিফুল ইসলাম (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বড় মোল্ল্যাঘাটা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। তিনি ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন।
জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল ছাত্তার বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
(ঢাকাটাইমস/০১ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন