পাবনায় উপজেলা আ.লীগের বর্ধিত সভা

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১
অ- অ+

পাবনা সদর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে সভা থেকে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়। একইসাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীনের পরিচালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য ও রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক শাওয়াল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা