খানসামায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের খানসামায় খেলতে গিয়ে পুকুরের পানিতে দুই বছর বয়সী খেয়া রায় নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের নেথোয়া পাড়া (নিতাইবাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খেয়া উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের নেথোয়া পাড়া (নিতাইবাজার) এলাকার নারায়ণ রায়ের মেয়ে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসানে নির্দেশনায় শোক সন্তপ্ত পরিবারেকে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ হতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হাসান।
স্থানীয়রা জানায়, কয়েকজন বাচ্চা মিলে বাড়ির পার্শ্বের পুকুর পাড়ে খেলা করে। হঠাৎ করে খেয়াকে কথাও পাওয়া যাচ্ছিলো না। চারদিকে খোঁজার পর পুকুরে নেমে খেয়াকে পাওয়া গেলো। পরে তাকে পুকুর থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডিডি মামলা হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন। পানিতে ডুবে মৃত্যু রোধে অভিভাবকদের সতর্কতা অবলম্বন করতে হবে।
(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন