মাদারীপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯
অ- অ+

মাদারীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় ৫৮ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৬ জন। এর মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯০৮ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১০৮ রোগী। আক্রান্তের মধ্যে সদর উপজেলার হার সবচেয় বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে শিবচর উপজেলা।

ডেঙ্গু থেকে বাঁচতে বাসা-বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি ফুলের টব, ডাবের খোসার পানিও ফেলে দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

হাসপাতালে ভর্তি হওয়া রোগী মো. আসরাফুল বলেন, হঠাৎ অস্বাভাবিক জ্বর অনুভব করি। পরে পরীক্ষা করালে ধরা পড়ে ডেঙ্গু। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

মানিক হোসেন নামে আরেক রোগী বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড বমি হচ্ছিল। এছাড়া জ্বরও ছিল অনেক। দেরি না করে সদর হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি।

শরিফা বেগম নামে একজন বলেন, বাড়ি থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। ওষুধ খাওয়ার পর অনেকটাই সুস্থ মনে করছি।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া এই ডেঙ্গু রোগে আক্রান্ত হলে ডাবের পানিসহ তরলজাত খাবার খেতে হবে। সঠিক চিকিৎসা নেয়া হলে অধিকাংশই রোগী দ্রুত সুস্থ হয়ে যায় বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা