বগুড়ায় ট্যাপেন্টাডলসহ দুজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন

১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন বগুড়া-৪। গ্রেপ্তারদের মধ্যে একজনকে নওগাঁর বদগাছী থানা থেকে অপরজনকে জয়পুরহাটের আক্কেলপুর থানা গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যায় এপিবিএন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর বদলগাছী থানার ভান্ডারপুর হিন্দুপাড়া গ্রামের শিমুলের স্ত্রী রুমা খাতুন ও বদলগাছী থানার খাদাইল পূর্বপাড়া গ্রামের আফাজ উদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুর রাজ্জাকের নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাকিমের নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়।
বুধবার সকালে বদলগাছী থানার ভান্ডারপুর হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা খাতুনের বাড়ি থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে এপিবিএন ট্যাবলেটগুলোসহ রুমা খাতুনকে গ্রেপ্তার করে। অপরদিকে দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চারমাথা মোড় বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আজিজুল হকের কাছে ৫০ পিস ট্যাপেন্টাডল পাওয়া যায়। এ সময় তাকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুমা খাতুনের বিরুদ্ধে বদলগাছী থানায় এবং আজিজুলের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন