মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৯

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, আজ ভোরে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বাইমাইল বাসস্ট্যান্ডের পাশে একজন বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তার পরনে লুঙ্গি ও গোলাপি রঙের শার্ট ছিল।

মরদেহটির শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/০৭সেপ্টেম্বর/এসএ)

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে একটি বাগান থেকে শিলা খানম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেন।

নিহত শিলা খানম গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া সরদার বাড়ীর মো. মুনছার খানের মেয়ে।

মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, বেলা ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর মৈশাদী গ্রামের আদুর খাঁর বাড়ীর সামনের বাগানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে ওই নারীর পরিচয় শনাক্ত করেন।

চেয়ারম্যান আরও জানান, এখন পর্যন্ত ওই নারীর কোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি। আমাদের এলাকায় তার কোন আত্মীয় স্বজন আছে কিনা তাও জানিনা। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা এবং বাকি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/০৭সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :