দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়রামপুর রেলগেট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিকাল সাড়ে ৪টার দিকে জয়রামপুর স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৭ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন