রিজার্ভ ডে থাকছে ভারত-পাকিস্তান ম্যাচে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৯
অ- অ+

বৃষ্টির কথা মাথায় রেখে চলমান এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সির(এসিসি)। গ্রুপ পর্বে পাল্লেকেলেতে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো ভারত-পাকিস্তান ম্যাচটি। সুপার ফোর পর্বেও বৃষ্টিতে ভেস্তে যাবার শঙ্কায় আছে ভারত-পাকিস্তান লড়াই। তাই রিজার্ভ ডে রেখেচে এসিসি।

আগামী ১০ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কলম্বোতে বৃষ্টির আশঙ্কায় রিজার্ভ ডে রাখার সিদ্বান্ত নিয়েছে এসিসি।

নির্ধারিত দিনে ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো বিঘ্ন ঘটলে, যতটুকু খেলা হয়েছে সেখান থেকে পরের দিন, সোমবার ম্যাচ শুরু হবে। ব্যাক-টু-ব্যাক ম্যাচ থাকার কারণে সুপার ফোরের অন্য কোনো ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়নি। তবে বৃষ্টির কারণে ফাইনালেও রিজার্ভ ডে থাকছে।

আগামীকাল, সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। টুর্নামেন্টটি যখন টানটান উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে, সেসময় আবহাওয়া প্রভাব ফেলতে পারে।

পাকিস্তানের পর ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ১৪ সেপ্টেম্বর শ্রীলংকা ও পাকিস্তানের ম্যাচও রয়েছে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ১৮ সেপ্টেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের বাকি ৬টি ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা