এডিসি হারুনকাণ্ড: অতিরিক্ত উপকমিশনার সানজিদাকে রংপুরে বদলি করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১
অ- অ+

শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এবার পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপাকে রংপুরে বদলি করা হচ্ছে।

তাকে শিগগির বদলি করা হবে বলে মঙ্গলবার রাতে পুলিশ সদরদপ্তর সূত্রে জানতে পেরেছে ঢাকা টাইমস।

সূত্র ঢাকা টাইমসকে জানায়, এডিসি হারুন অর রশীদকাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে ওই ঘটনায় সানজিদার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এরপরই তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

আরও পড়ুন>রংপুর রেঞ্জে সংযুক্ত করা হলো এডিসি হারুনকে

গেল শনিবার রাতে নারীঘটিত বিষয় নিয়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে এনে নির্যাতন করেন তৎকালীন এডিসি হারুন অর রশীদ। এই ঘটনার সূত্রপাতে অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপা রয়েছেন বলে তদন্ত কমিটি প্রাথমিক প্রমাণ পেয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতাদের মারধরের জেরে রবিবার এডিসি হারুনকে রমনা জোন থেকে পিওএম উত্তর বিভাগে সংযুক্ত করা হয়। কয়েক ঘণ্টা পর পুলিশ সদরদপ্তর তাকে এপিবিএনে বদলি করে। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/ এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা