চাঁদপুরে একসঙ্গে জন্ম নেয়া ৪ সন্তানের ২ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১০
অ- অ+

চাঁদপুরে একইসঙ্গে জন্ম নেয়া ৪ সন্তানের মধ্যে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় পুষ্টিহীনতায় ছিল এই ৪ নবজাতক। এতে জন্ম নেয়ার প্রায় ৫ ঘণ্টার মধ্যেই ২ কন্যা সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর প্রিমিয়ার হসপিটালের চিকিৎসক মিঠুন চক্রবতী।

বুধবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর প্রিমিয়ার হসপিটালে দুই কন্যা সন্তানের মুত্যু হয়। অপর এক পুত্র ও কন্যা সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর প্রিমিয়ার হসপিটালের চিকিৎসক মিঠুন চক্রবতী জানান, একইসাথে জন্ম নেয়া ৪ সন্তানের মধ্যে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় পুষ্টিহীনতায় ছিল এই ৪ নবজাতক। এতে ভূমিষ্ট হওয়ার প্রায় ৫ ঘন্টার মধ্যেই ২ কন্যা সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর এক পুত্র ও কন্যা সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে তাদের মা সুস্থ আছেন।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা