স্ত্রীর কবরের পাশে চিরঘুমে নির্মাতা সোহানুর রহমান সোহান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০
অ- অ+

স্ত্রী প্রিয়া রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থানে এই নির্মাতাকে দাফন করা হয়। তার আগে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

এর আগে বুধবার সকালে একই কবরস্থানে দাফন করা হয় সোহানের স্ত্রী প্রিয়া রহমানকে। মঙ্গলবার ব্রেন স্ট্রোক করে মারা যান তিনি। স্ত্রীকে দাফন করে বুধবার সকালে রাজধানীর উত্তরার বাসায় ফেরেন খাতিমান এই নির্মাতা। এরপর কাছের মানুষদের বলেছিলেন, স্ত্রীর কবরের পাশেই যেন তাকে কবর দেয়া হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হলো।

এর আগে সোহানুর রহমানের মরদেহ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছায়। এসময় গুণী পরিচালকের মুখটা একবার দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। এদিকে একদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যু হয় সোহানুর রহমান সোহানুরের। মৃত্যুকালে ৬৪ বছর বয়স হয়েছিল তার। জানা গেছে, বুধবার বিকালে রাজধানীর উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন সোহানুর রহমান সোহান। গৃহকর্মী অনেক ডাকাডাকির পরও সাড়া পাননি তার।

পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি। তবে বুধবার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।

১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। এরপর শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন।

একক ও প্রধান পরিচালক হিসেবে সোহানের প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। নির্মাতা হিসেবে ক্যারিয়ারে প্রথম সফলতা পান অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) পরিচালনার মধ্য দিয়ে।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির টানা দুইবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সোহানুর রহমান সোহান। গুণী এই নির্মাতাকে হারিয়ে শোকে বিহ্বল গোটা ঢালিউড।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা