নানিয়ারচরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার মুক্তার।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. নূয়েন খীসা, ১নং সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, ৪নং ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা প্রমুখ।
(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন