পাবনায় মনা হত্যা মামলায় ৯ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৭| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১০
অ- অ+

পাবনার ঈশ্বরদী উপজেলার ছাত্রলীগ কর্মী তাসফির আহম্মেদ মনা হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরদীর রূপপুর নতুন পাড়া এলাকার মো. মানিক, দিয়ার সাহাপুর গ্রামের ফসিউল আলম অনিক, নতুন রূপপুর এলাকার চমন, চরসাহাপুর গ্রামের শাহিন সরদার, নতুন রূপপুর এলাকার রাজিব, চররূপপুর এলাকার আরিফুল ইসলাম, সলিমপুর গ্রামের অবুঝ, চররূপপুর গ্রামের মনিরুল ইসলাম ও লক্ষ্মীকুন্ডা এলাকার মাহফুজুর রহমান ওরফে কালা।

সোমবার সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ১৭ জুন ঈশ্বরদী উপজেলার পাকুরিয়া গ্রামে এমপি মার্কেটের সামনে ছাত্রলীগ কর্মী মনাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত মনার মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অনিককে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে ও প্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীর জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হতো যা পরবর্তীতে বিভিন্ন অপরাধ সংগঠনে ব্যবহার এবং অস্ত্র ব্যবসা করা হতো। আসামিদের সঙ্গে ভিকটিমের পরিবারের দীর্ঘদিনের শত্রুতা, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা