অক্টোবরে ঢাকা মাতাবেন লাকি আলী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৮

এবার ঢাকায় গাইবেন ভারতীয় গায়ক, অভিনেতা লাকি আলী। তাঁকে নিয়ে ‘লিডিং দ্য টাইমস: পাইওনিয়াস অ্যাক্রস জেনারেশনস’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘বাই হেয়ার নাউ’ নামের একটি প্রতিষ্ঠান। আগামী ৬ অক্টোবর আলোকি কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এই কনসার্টে তিন প্রজন্মের তিন শিল্পী থাকবেন। লাকি আলী ছাড়াও থাকছেন ঢাকার সংগীতশিল্পী অর্ণব, পাকিস্তানি তরুণ গায়ক হাসান রাহিম।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কনসার্টের টিকিট এখনো ছাড়া হয়নি। শিগগিরই দাম চূড়ান্ত করে টিকিট ছাড়া হবে।

প্রসঙ্গত ,পপ গায়ক হিসাবে পরিচিত লাকি আলি হলেন বলিউডের কৌতুক অভিনেতা মেহেমুদ আলির সন্তান। তিনি পপ গায়ক হিসাবে পরিচিতি পান ‘সুনো’ অ্যালবামের মধ্য দিয়ে। সুনো অ্যালবামের তার গান ‘ও সানাম’ লাকি আলির কর্মজীবন সুদূরপ্রসারী এবং অন্যতম সেরা ভারতীয় পপ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।

(ঢাকাটাইমস/১৮৭সেপ্টেম্বর/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :