চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা দর্শনায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ১০০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে দর্শনা কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত, দোস্ত এইডের কর্মকর্তা সাংবাদিক আদিব জামাল, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনসুর বাবু, জীবন নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফসহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জীবননগর দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন আহম্মেদ, সংবাদকর্মী ও দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, দরিদ্র ও অসহায়দের উন্নয়নে
দোস্ত এইড যেভাবে কাজ করে যাচ্ছে যা আসলেই প্রশংসার দাবিদার। প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণে এসে এসব সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি। যা দেখে আমি নিজেও পরিতৃপ্ত।
দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিভিন্ন জেলায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, সচেতনতা, স্বেচ্ছাসেবক তৈরি, বৃত্তি প্রদান, অর্থ সহায়তা, খাদ্য সহায়তা, ট্রেনিংসহ বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর ধরাবাহিকতায় আমরা শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, আমাদের পাশের ঝিনাইদহ, মেহেরপুর, যশোর ও কুষ্টিয়াতে ব্যাপকভাবে দাতব্য কর্মসূচি বাস্তবায়ন করবো।
এদিকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হুইলচেয়ার পাওয়া ১০০ জন প্রতিবন্ধী ও তাদের অভিভাবকেরা।
(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)