নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৫

বেশ বাজে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পীড়িতে বসার পর পড়েছেন মামলার ঝামেলায়। জাতীয় দলেও ফেরা হচ্ছে না দীর্ঘদিন ধরেই। এবার আরেকটি দুঃসংবাদ পেলেন তিনি। ক্রিকেট নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২১ সারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী টি-টেন ক্রিকেট লিগে খেলতে গিয়েছিলেন নাসির হোসেন। সেসময় এক ব্যক্তি কাছ থেকে উপহার নিয়েছিলেন নাসির হোসেন। সেই ব্যক্তি ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে ধারণা করছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই ব্যক্তির কাছে উপহার নিয়েছিলেন বলে নাসির দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে।

ইসিবি মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। আট জনের মধ্যে ক্রিকেটার রয়েছেন তিন জন। নাসির হোসেন ছাড়া বাকি দুজন হলেন আরব আমিরাতের রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান।

নাসির বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো হলো- দুর্নীতি বিরোধী ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার গ্রহণ। ২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের পাওয়া প্রস্তাব না জানানো এবং ২.৪.৬ ধারায় সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি না জানানো।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :