কলাপাড়ায় সন্ত্রাসীদের নিয়ে ভাতিজার হাত-পায়ের রগ কাটলেন সৎচাচা

পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুরে পূর্ব শত্রুতার জেরে মো. হালিম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির হাত-পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে তার সৎচাচার বিরুদ্ধে।
বুধবার রাতে একটি রেস্তোরাঁয় তার সৎচাচা সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার মোশাররফ হোসেনের রেস্তোরাঁয় বসে নাস্তা খাওয়ার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ সৎচাচা সুমন হাওলাদারের নেতৃত্বে রিয়াজ (ভাইগ্না রিয়াজ), রুবেল মুসল্লিসহ মুখোশধারী চার-পাঁচজনের একটি দল অতর্কিতভাবে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাত্র ১ মিনিটের মধ্যে তার বাম হাত এবং বাম পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে দ্রুত সটকে পড়ে। হামলার শিকার মো. হালিম হাওলাদারের ডাক চিৎকারে তৎক্ষণাৎ কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মহিপুর থানার ওসি মো. ফেরদাউস আলম খান জানান, জমিজমা নিয়ে চাচা সুমন ও রাসেল হাওলাদারের মধ্যে বিরোধ চলছে। ইতোপূর্বে একাধিক হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক এম সায়েম পুনম জানান, হালিম হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন