আবাসিক হোটেলে মিলল মাদারীপুরের শিক্ষকের মরদেহ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬
অ- অ+
মৃত শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর

ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। তিনি রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে মরদেহ ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার তোপখানা রোডের ‘হোটেল রয়েল গ্রান্ড হায়াত’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ক্যাম্পাসের একটি কোয়ার্টরে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বৃহস্পতিবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যান। দুপুরের পর থেকেই তার স্ত্রী প্রধান শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রাত ৮ টার দিকে থানা পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার আবাসিক হোটেল থেকে মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রাত ৮ টার দিকে শাহবাগ থানা থেকে ওই প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা