পাকিস্তানের বিশ্বকাপ দলে হাসান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০
অ- অ+

পেসার নাসিম শাহর পরিবর্তে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জন্য পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান আলি। এছাড়া দলে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার উসামা মীর।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান নাসিম। এখন বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হলো নাসিমের। কাঁধে অস্ত্রোপচার করাতে হবে তাকে। এজন্য তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে নাসিমকে।

নাসিমের ইনজুরিতে কপাল খুলেছে ২০২২ সালের জুনে মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা ২৯ বছর বয়সী হাসানের। ২০১৬ সালে অভিষেকের পর দেশের হয়ে ৬০ ম্যাচে ৯১ উইকেট ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৬৩ রান করেছেন হাসান। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিমের সাথে পেস অ্যাটাকে যুক্ত হলেন হাসান।

নাসিমের ছিটকে পড়া নিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন, ‘নাসিমের ইনজুরি ছিল। সে আমাদের মূল বোলার ছিল এবং এটা দুর্ভাগ্যজনক। হাসনাইন গোঁড়ালির ইনজুরিতে ভুগছে এবং ইনজুরির কারনে সেও বাদ। একই সমস্যা আছে ইহসানউল্লাহরও।’

দলে স্পিন বিভাগে আছেন সহ-অধিনায়ক শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ ও উসামা। দেশের হয়ে শুধুমাত্র ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে উসামার। ব্যাটিং বিভাগে থাকছেন অধিনায়ক বাবর আজম, ফখর জামান, ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ ও আা সালমান।

পাকিস্তানের বিশ্বকাপ দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা