মাদারীপুরে বণিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:১০
অ- অ+

মাদারীপুরে বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের ৩০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার বিকালে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় তুষার ভূঁইয়ার কুশপত্তলিকা দাহ করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, দীর্ঘদিন ধরে বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স লুবনা ট্রেডার্সের সাথে ব্যবসা করে আসছেন তারা। চলতি বছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি পাবে এমন অজুহাতে আগে থেকেই তুষার ভূঁইয়া ক্ষুদ্র ও মাঝারি ৩৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা অগ্রিম নিয়ে নেয়। তবে জুন মাসের মধ্যে ব্যবসায়ীদের ওই টাকার সিগারেট বুঝিয়ে দেয়ার কথা বললেও তিনি তা দেননি। এদিকে সিগারেট না দেয়ায় টাকা ফেরত চাইতে গেলে তুষার ভূঁইয়া ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন এবং তাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেন। যা পরবর্তীতে আদালত সেই মামলা খারিজ করে দেয়। তবে ব্যবসায়ীদের দায়ের করা মামলা চলছে।

অভিযোগের বিষয় মনিরুল ইসলাম তুষার ভূইয়ার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তিনি বাড়িতে নেই বলে পরিবারের লোকজন জানায়।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা