বৃদ্ধ বাবাকে মারধর করে ঘর ছাড়া করলেন নাতি ও ছেলের বউ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৯
অ- অ+

লক্ষ্মীপুরের রায়পুরে শতবর্ষী বৃদ্ধ বাবাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া ছেলে, নাতি ও ছেলের বউয়ের বিরুদ্ধে।

রবিবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযক্তরা হলেন, ছেলে আব্দুর রহিম (৫৫), নাতি তানজির হোসেন লিংকন (২২) ও ছেলের স্ত্রী তাহমিনা আক্তার (৩৮)।

ঘটনার পর রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী লুৎফর রহমান তার ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে রায়পুর থানায় অভিযোগ করেছেন।

লুৎফর রহমানের মেয়ে খাদিজা আক্তার রুমা জানান, ‘বাবার বাড়িতে এসে দেখি বাবাকে আমার একমাত্র ভাই, তার বউ ও নাতি মারধর করে রক্তাক্ত করে রেখেছে। তারপর আমি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসার কথা বলে গত ৩ বছর আগে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি আমার ভাই ও ভাইয়ের ছেলে বাবার থেকে জোর করে লিখে নিয়ে নেয়। বাবার থেকে সম্পত্তি নেওয়ার পর থেকে এ কয়েক বছর যাবৎ পরপর কয়েকবার অত্যাচার করে যাচ্ছে তারা।’

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, লুৎফর রহমান থানায় এসে অভিযোগ করেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা