পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪

উৎসব আর ব্যাপক উদ্দীপনের মধ্যে দিয়ে পর্তুগালের প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিক একমাত্র সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত তৃতীয় কমিটি (২০২৩-২০২৪) এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত হোটেল মুন্ডিয়ালের মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. শাহজাহানের পবিত্র আল কোরআন তেলাওয়াতের পাঠ করেন। এর পর জাতীয় সংগীত ও অতিথিদের ফুল দিয়ে বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারণ সম্পাদক আবদুল আলিম, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, সেচ্ছাসেবক দল পর্তুগালের সভাপতি মুকিতুর রহমান সেলিম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহবান জানান।

উক্ত অভিষেক অনুষ্ঠানে পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, বাংলাদেশ কমিউনিটি অব মিলফন্তেস, পর্তুগাল যুবলীগ, পর্তুগাল সেচ্ছাসেবক দল, পর্তুগাল ছাত্রলীগ, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন, বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল, পোর্তো আওয়ামী লীগ, সেতুবাল আওয়ামী লীগ, বিশ্বো সুন্নী আন্দোলন পর্তুগাল, জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল, ফেনী অ্যাসোসিয়েশন পর্তুগাল, পর্তুগাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, স্বজন ফাউন্ডেশন পর্তুগালের নেতৃবৃন্দ সহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ আই রনির মন ধাধানো সংঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

(ঢাকা টাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :