এডিসি হারুনকাণ্ড কি ধামাচাপা পড়ছে? কেন বারবার সময় নিচ্ছে তদন্ত কমিটি?

থানা অভ্যন্তরে অস্ত্রের বাট ও পুলিশের বুট দিয়ে পাড়িয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্মমভাবে প্রহার করেন ডিএমপির রমনা জোনের তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশীদ ও পুলিশের কতিপয় সদস্য। আলোচিত এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করে ডিএমপি। প্রথমে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও গেল দুই সপ্তাহে তিনবার পিছিয়েছে প্রতিবেদন জমা দেয়ার তারিখ। এতে প্রশ্ন উঠেছে, তাহলে কি ধামাচাপা পড়তে যাচ্ছে এডিসি হারুন-সানজিদা কাণ্ড? সাধারণ মানুষের এসব কৌতূহল নিয়ে ঢাকা টাইমস তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আমাদের সুষ্ঠু তদন্ত দরকার। আর সেটা বাস্তবসম্মত করতেই তদন্তে কিছুটা সময় যাচ্ছে। কারণ, ঘটনাটা খুবই সংবেদনশীল।
তবে ভিন্ন কথাও বলছেন অনেক কর্মকর্তা। তারা বলছেন, বর্তমান ডিএমপি কমিশনার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে আছেন। তিনি চাচ্ছেন না, তার সময়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়ুক। অথবা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি কোনো সুপারিশ পুলিশ সদরদপ্তরে পাঠাতে চাচ্ছেন না। নতুন কমিশনার হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ করে বিষয়টির সুরাহা করুক। তাছাড়া ঘটনার সঙ্গে জড়িত এডিসি সানজিদা আফরিনের স্বামী রাষ্ট্রপতির এপিএস মামুনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পুলিশের একটি পক্ষ। তারা চাচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তদন্ত কমিটি করেছে- সেখানে মামুনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সেটা তারা দেখতে চান। এরপরই ডিএমপির তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিক। কারণ পুলিশের তদন্তে এডিসি হারুন, এডিসি সানজিদা, রাষ্ট্রপতির এপিএস মামুন এবং ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে হামলা-মারামারির অভিযোগের সত্যতা মিলেছে। এতে এডিসি হারুন ও সানজিদা ফেঁসে যাবেন।
৯ সেপ্টেম্বর রাতে নারীঘটিত বিষয় নিয়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে নির্যাতন করার অভিযোগ ওঠে তৎকালীন রমনা জোনের এডিসি হারুন অর রশীদ ও তার অধীনস্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পরদিন ডিএমপির উপকমিশনার (অপারেশনস্) আবু ইউসুফকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের দুই কার্যদিবসের মধ্যে অর্থাৎ ১২ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
ডিএমপির যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘ডিএমপি কমিশনার চান এ ঘটনায় কার কী দায়িত্ব, কে কী করেছেন প্রত্যেকটা বিষয় বেরিয়ে আসুক। এ ঘটনায় যারা জড়িত আছে তাদেরই তদন্তের মধ্যে আনা হোক। এজন্য তদন্ত প্রতিবেদন ক্রুটিমুক্ত করতে সময়ের প্রয়োজন। এরই মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজন্য সর্বশেষ আরও চারদিন সময় চাওয়া হয়েছে। কমিটির সদস্যরা দিনরাত কাজ করছেন। তাড়াহুড়ো করে প্রতিবেদন জমা দিতে পারবে, কিন্তু সেটা সুষ্ঠু হবে না। তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুতের জন্য লেখালেখির ব্যাপার আছে। এজন্য সময় প্রয়োজন হয়।'
অন্য একটি সূত্র বলছে, বর্তমান ডিএমপি কমিশনার হারুনকাণ্ড নিয়ে খুবই কঠোর অবস্থানে আছেন। তিনি চান যারা অপরাধ করেছেন তাদের কঠোর শাস্তি হোক। এজন্য তদন্ত কমিটি কিছুটা সময় নিচ্ছে; যাতে পুলিশের যারা এ ঘটনায় জড়িত তারা যেন চাকরিচ্যুত না হন। বর্তমান ডিএমপি কমিশনার আগামী বুধবার শেষ অফিস (শেষ কার্যদিবস) করবেন। এরপর সরকারি ছুটি শুরু হবে (বৃহস্পতি, শুক্র, শনি)। এরমধ্যে শনিবার নতুন কমিশনার তার দায়িত্ব বুঝে নেবেন। একারণেই তদন্ত কমিটি পরবর্তী কমিশনারের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে চাচ্ছেন।
এদিকে পুলিশের নির্মম নির্যাতনে (বুট ও অস্ত্রের বাঁটের আঘাতে) আনোয়ার হোসেন নাঈমের পাঁচটি দাঁত উপড়ে যায়। ঘটনা জানাজানি হলে প্রথমে এডিসি হারুনকে রমনা জোন থেকে পিএমও উত্তর বিভাগে সংযুক্ত করা হয়। কয়েক ঘণ্টা পর পুলিশ সদরদপ্তর তাকে এপিবিএনে বদলি করে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত কর হয়। সবশেষ তাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
তাছাড়া শাহবাগ থানার পরিদর্শক মোস্তফাকে বদলি করা হয়। এডিসি সানজিদাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করার কথা থাকলেও পরবর্তীতে পুলিশ সদরদপ্তর সিদ্ধান্ত পরিবর্তন করে।
প্রতিবেদন জমা দেয়ার তারিখ: এডিসি হারুন কাণ্ডে ডিএমপির তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সে হিসেবে ১২ সেপ্টেম্বর জমা দেয়ার তারিখ ছিল। কিন্তু পুনরায় পাঁচদিন সময় চেয়ে আবেদনের পর সময় বৃদ্ধি করা হয়। যা গত মঙ্গলবার জমা দেয়ার কথা ছিল। পুনরায় পাঁচদিনের সময় চাওয়া হলে কমিশনার তিনদিন সময় দেন, যা সোমবার দেয়ার তারিখ ছিল। কিন্তু আবারও তিনদিন সময় চেয়ে আবেদন করে তদন্ত কমিটি।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসএস/এফএ)
সংবাদটি শেয়ার করুন
বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত
বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

আমরা আগে নগর গড়ি, তারপর পরিকল্পনা করি: অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

যুদ্ধের ক্যাম্পে পরিবারের কারও কথা মনে ছিল না

ফিডের দাম বাড়ায় দুশ্চিন্তায় খামারিরা

গ্রেপ্তার এড়িয়ে কেমন আছেন আদম তমিজী হক?

এইচএসসির ফল বিশ্লেষণ: প্রতিবার ফলাফলে মেয়েরাই যে কারণে এগিয়ে

জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদন, তাক লাগিয়ে দিলেন ভৈরবের মোস্তাক

দ্রব্যমূল্যের থাবা শাবিপ্রবির ডাইনিং-ক্যান্টিনে, বিপাকে শিক্ষার্থীরা

বিদেশি শক্তির চাপ বাড়ছে

দাম কমায় গরুর মাংস কেনার হিড়িক
