অধরা শিরোপার দেখা পেল গায়ানা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০
অ- অ+

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) সর্বোচ্চবার ফাইনাল খেললেও শিরোপা দেখা পাচ্ছিলো না গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অবশেষে অধরা শিরোপার দেখা পেল দলটি। এবারের আসরের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে গায়ানা। শুরুতে নেমে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় ত্রিনবাগো। জবাবে ৩৬ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় গায়ানা।

সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়া। এছাড়া বারবাডোজ ত্রিডেন্টস দুইবার এবং সেন্ট কিটস ও গায়ানা একবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রোভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে গায়ানার পেসার ডুয়াইন প্রিটোরিয়াসের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি ত্রিনবাগোর ব্যাটাররা। এরপর গুদাকেশ মোতি ও ইমরান তাহিরের ঘূর্ণিতে কুপোকাত হয় দলটি। সর্বোচ্চ ৩৮ রান করেন কেসি কার্টি। এছাড়া মার্ক দেয়াল ১৬ ও চ্যাডইউক ওয়ালটন ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে দলীয় ১৫ রানেই ওপেনার কিমো পলকে হারায় দল। ১১ রান করেন পল। এরপর দ্বিতীয় উইকেটে সাই হোপকে নিয়ে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ওপেনার সায়েম আইয়ুব। তাতেই জয় নিশ্চিত হয় গায়ানার। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫২ রানে অপরাজিত থাকেন আইয়ুব। আর সাই হোপ অপরাজিত থাকেন ৩২ রানে।

এদিকে মাত্র ২৬ রানের খরচায় চার উইকেট নেওয়া ডুয়াইন প্রিটোরিয়াস ম্যাচ সেরার নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা