অধরা শিরোপার দেখা পেল গায়ানা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) সর্বোচ্চবার ফাইনাল খেললেও শিরোপা দেখা পাচ্ছিলো না গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অবশেষে অধরা শিরোপার দেখা পেল দলটি। এবারের আসরের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে গায়ানা। শুরুতে নেমে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় ত্রিনবাগো। জবাবে ৩৬ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় গায়ানা।
সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়া। এছাড়া বারবাডোজ ত্রিডেন্টস দুইবার এবং সেন্ট কিটস ও গায়ানা একবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রোভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে গায়ানার পেসার ডুয়াইন প্রিটোরিয়াসের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি ত্রিনবাগোর ব্যাটাররা। এরপর গুদাকেশ মোতি ও ইমরান তাহিরের ঘূর্ণিতে কুপোকাত হয় দলটি। সর্বোচ্চ ৩৮ রান করেন কেসি কার্টি। এছাড়া মার্ক দেয়াল ১৬ ও চ্যাডইউক ওয়ালটন ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে দলীয় ১৫ রানেই ওপেনার কিমো পলকে হারায় দল। ১১ রান করেন পল। এরপর দ্বিতীয় উইকেটে সাই হোপকে নিয়ে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ওপেনার সায়েম আইয়ুব। তাতেই জয় নিশ্চিত হয় গায়ানার। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫২ রানে অপরাজিত থাকেন আইয়ুব। আর সাই হোপ অপরাজিত থাকেন ৩২ রানে।
এদিকে মাত্র ২৬ রানের খরচায় চার উইকেট নেওয়া ডুয়াইন প্রিটোরিয়াস ম্যাচ সেরার নির্বাচিত হয়েছেন।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

মিরপুর স্টেডিয়ামের গ্যালারির চেয়ারের বেহাল দশা

হাথুরুসিংহে যদি এমন করে থাকেন, তাহলে বড় অন্যায় করেছেন: পাইলট

মিরপুর টেস্টের একাদশ নিয়ে বেশি তথ্য দিতে চান না হাথুরুসিংহে

মিরপুরের উইকেট নিয়ে দ্বিধায় রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারালেই বড় বোনাস পাবেন টাইগাররা

রাতে শান্ত-তাইজুলদের সঙ্গে ডিনার পার্টি করবেন পাপন

কিউই বধে অনুশীলনে ঘাম ঝরালো টাইগাররা

সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

নিজ সন্তানকে অনুপ্রাণিত করতে বিরাট কোহলির উদাহরণ দেবেন ব্রায়ান লারা
