ব্রাজিলে শস্য উৎপাদন কমার পূর্বাভাস

ব্রাজিলে ২০২৩-২৪ মৌসুমে খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় খাদ্য সরবরাহকারী সংস্থা কোনাব। মূলত ভুট্টার ফলন ৯ শতাংশ কমে যাওয়ার আশঙ্কায় এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
ফলন কিছুটা কমে এ সময় ৩১ কোটি ৯৫ লাখ টন শস্য উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এ পরিমাণ ফলনও দেশটির শস্য উৎপাদনে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
কোনাবের মতে, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিলে রেকর্ড সর্বোচ্চ ৩২ কোটি ৩০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হতে পারে। প্রতিষ্ঠানটি বলছে, যদি ২০২৩-২৪ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকে এবং ফলন বেড়ে যায় তাহলে গত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।
কোনাবের প্রাক্কলন মতে, আগামী মৌসুমে ভুট্টা আবাদের পরিমাণ প্রায় ৫ শতাংশ কমে দাঁড়াতে পারে ২ কোটি ১২ লাখ হেক্টরে। খাদ্যশস্যটির মোট উৎপাদন হবে ১১ কোটি ৯৮ লাখ টন।
অন্যদিকে সয়াবিন আবাদের পরিমাণ ৩ শতাংশ বাড়তে পারে। মোট আবাদি জমির পরিমাণ ৪ কোটি ৫৩ লাখ হেক্টর হতে পারে। ফলে মোট উৎপাদন ৫ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী বিপণন বছরে তেলবীজটির ফলন দাঁড়াতে পারে ১৬ কোটি ২৪ লাখ টন।
আর ধান উৎপাদন গত বছরের তুলনায় ১৩ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে কোনাব। বিশ্বব্যাপী খাদ্যশস্যটির চাহিদা বাড়ায় এবং উৎপাদন ব্যয় কমায় কৃষকরা বেশি পরিমাণে ধান আবাদ করবেন বলে আশা করা হচ্ছে। কোনাব বলছে, মোট আবাদি জমির পরিমাণ ১০ শতাংশ বাড়বে এবং খাদ্যশস্যটির মোট উৎপাদন ১ কোটি ১৩ লাখ টনে উন্নীত হবে।
(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

জামালপুরে রূপালী ব্যাংকের মাদারগঞ্জ উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন বিষয়ক কর্মশালা

হামদর্দের নতুন ওষুধ ওভাসিস্ট ক্যাপসুল ৫০০ মিগ্রা এর লঞ্চিং অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও কমার্শিয়াল ব্যাংক অব দুবাই পিএসসি’র মধ্যে চুক্তি

শ্রম ইস্যুতে নিষেধাজ্ঞার পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যসচিব

নভেম্বরে কমেছে রেমিট্যান্স

তৈরি পোশাক শিল্পে রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি

সিদ্ধেশ্বরী ও কাপ্তান বাজারে এনআরবিসি বাংকের দুটি নতুন উপশাখা চালু

রিহ্যাবে প্রশাসক হিসেবে উপসচিব জান্নাতুল ফেরদৌসের যোগদান
