বিএমডব্লিউতে বসে দরদাম! ট্রোলের মুখে ফারহা খান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩
অ- অ+

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার এবং পরিচালক ফারহা খান। সম্প্রতি নিজের বহুমূল্যের বিএমডব্লিউ গাড়িতে চড়ে মাত্র ৩৯০ টাকার জিনিসের জন্য দর-কষাকষি করে ট্রোলের মুখে পড়লেন তিনি। ফারহারই এক পরিচালক বন্ধু পুণিত মালহোত্রা একটি ভিডিও শেয়ার করার পরই শুরু হয় ট্রোলিং।

ভিডিওতে দেখা যায়, নিজের বিএমডব্লিউ থামিয়ে এক ফেরিওয়ালাকে ডেকে ট্রাইপড স্ট্যান্ড কিনছেন ফারহা। তিনি বিক্রেতার কাছে দাম জিজ্ঞাসা করেন। ৩৯০ টাকা দাম শুনে ফারহা বলেন, ‘বোহোত জিয়াদা হ্যায় ইয়ার (এটা অনেক বেশি)। যদিও ৩৯০ টাকা দিয়েই জিনিসটি কেনেন ফারহা।

ওই বিক্রেতাকে ৫০০ রুপির নোট দিয়ে ১১০ রুপি ফেরত চান এই কোরিওগ্রাফার পরিচালক। তার বন্ধু পুণিত মালহোত্রা ওই মুহূর্তের ভিডিও করছিলেন। ফারহা তাকে বলেন, ‘এটা কিন্তু বেশি দাম বলেই মনে হচ্ছে।’ তারপরই হেসে বলেন, ‘আমি বিএমডব্লিউতে বসে ৩৯০ রুপির জিনিসের দরদাম করছি, লোকে কী বলবে! বন্ধ করো।’

পরে পুণিত মালহোত্রা ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেন। একাধিক হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমি নিশ্চিত এই ট্রাইপডটি কিনতে ফারহা এর থেকেও বেশি রুপির গাড়ির তেল পুড়িয়েছেন!’ পুণিত ভিডিওটি পোস্ট করে দিয়েছেন দেখে ফারহা লিখেছেন, ‘দোস্ত দোস্ত না রাহা’ অর্থাৎ, ‘বন্ধু আর বন্ধু থাকল না’।

এই ভিডিওর নিচে এক নেট নাগরিক লিখেছেন, ‘আমাদেরও এবার সিনেমার টিকিট কেনার জন্য দরদাম করা উচিত।’ আর একজন লিখেছেন, ‘এরা পাঁচতারা হোটেলে গিয়ে খাবার খাওয়ার সময় দরদাম করেন না।’ কারও কটাক্ষ, ‘আপনার বানানো ফালতু ছবির টিকিটের যা দাম, তার থেকে সস্তা।’

এক ব্যক্তি লিখেছেন, ‘এরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়েও ১১০ রুপি ফেরত চাইছে! আমি তো কখনোই পারব না’। কারও কথায়, এত রোজগার করে তাহলে লাভ কী! যদি ১১০ রুপিও ফেরত চাইতে হয়!’ কারও মন্তব্য, ‘কেমন অবলীলায় বললেন ১১০ রুপি ফেরত দিন!’

কেউ আবার লিখেছেন, ‘৩৯০ রুপির জিনিস নিয়ে দরদাম করছেন, এদিকে এরাই পাঁচ হাজার রুপির জামা একবার পরে ফেলে দেন!’ এমনই অজস্র নেতিবাচক কমেন্টের বন্যা বয়ে গেছে পুণিতের শেয়ার করা ওই ভিডিওতে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএমডব্লিউ রেখে পুরোনো রঙচটা গাড়িতে নির্বাচন ভবন ছাড়লেন হাবিবুল আউয়াল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা