পুরান ঢাকার আ.লীগ নেতা জাহাঙ্গীর উল-আলম আর নেই

পুরান ঢাকার সূত্রাপুর থানা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর-উল-আলম মারা গেছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার হেমেন্দ্র দাস রোডস্থ নিজবাস ভবনে ইন্তেকাল করেন তিনি। মরহুম জাহাঙ্গীর-উল-আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিংটোলা পঞ্চায়েত কল্যাণ সমিতির উপদেষ্টা ছিলেন।
বুধবার বাদ এশা পুরান ঢাকার শিংটোলা সিতারা বেগম জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে জুরাইন কবরস্থানে দাফান করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মো. সাঈদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জি এস জাহাঙ্গীর সিকদার ঝোটন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু এবং ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন স্বপন ( হাজী স্বপন), সিটি কর্পোরেশন কর্মকর্তা আবু নাসের কচি, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান হিমুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দাফন শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু উপস্থিত সকলকে আগামী শুক্রবার (২৯ শে সেপ্টেম্বর) বাদ আছর সিংটোলা সেতেরা জামে মসজিদে কোরআন খতম শেষে দোয়ার আয়োজন করা হবে উক্ত দোয়া অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেএ)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

মহাখালীর পেট্রল পাম্পের আগুনে একজনের মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: রেল যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লাগতে পারে

চালু হচ্ছে মেট্রোরেলের টিএসসি ও বিজয় সরণি স্টেশন

রাজধানীর বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের মিছিল

চাকরি খুঁজতে ঢাকায় এসে পেট্রলবোমায় দগ্ধ হয়ে হাসপাতালে

মাতুয়াইলে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, যাত্রী দগ্ধ

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

মহাখালীতে পেট্রল পাম্পের আগুন নিভেছে, দগ্ধ ৮

মহাখালীতে রয়েল পেট্রল পাম্পে আগুন
