বাবুগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১১

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশালগামী যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুন হাট নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সজীব বাড়ৈ (৩০)। তিনি উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রাম লাল বাড়ৈ এর ছেলে। তিনি একটি এনজিওতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সজীব বাড়ৈ বরিশাল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বরিশাল-ঢাকা মহাসড়কের নতুনহাট নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে বরিশাল গামী তেতুলিয়া পরিবহন নামে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটিকে নতুল্লাবাদ বাস স্টেশনে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জব্দ করা গেলেও চালক এবং হেলপার পালিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা দায়ের করেছে। চালককে আটকের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :