আমিনবাজারে বিএনপির সমাবেশ শুরু

রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে সরকার পতনের একদফা দাবিতে ঢাকা জেলা বিএনপির পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়েছে। এরই মধ্যে সমাবেশের নির্ধারিত স্থান ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন আমিনবাজারের মিরপুর মফিদ ই আম স্কুল ও কলেজের নতুন ভবনের সামনের মাঠে জড়ো হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা যায়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খশরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি হিসেবে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এদিকে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলের আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশস্থলের প্রবেশ পথে উপস্থিত রয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগে গত ২৫ সেপ্টেম্বর আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন আজকের এ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে অনুমতি না মেলায় ও পুলিশের বিরুদ্ধে সমাবেশের মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ তুলে সেদিনের সমাবেশ বাতিল করে দলটি।
(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন