নিউক্যাসলের কাছে হেরে ম্যান সিটির বিদায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২০
অ- অ+

গেল মৌসুমে ট্রেবল জিতেছে ইংলিম ক্লাব ম্যানচেস্টার সিটি। কিন্তু এবারের মৌসুমের শুরুতেই একটি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। জয় নির্ধারণী একমাত্র গোলটি করেছেন আলেক্সান্ডার আইজ্যাক।

জেমস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে একক আধিপত্য বিস্তার করেছে ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচের ৬৮ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে ক্লাবটির ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিয়েছে দুটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা।

অন্যদিকে বল দখলে পিছিয়ে থাকা নিউক্যাসল পুরো ম্যাচের কেবল ৩২ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখতে সক্ষম হয়েছে। আর ম্যানচেস্টার সিটির গোলবার বরাবর মোট শট নিয়েছে চারটি। এতে গোল এসেছে একটি।

টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শুরুটা ছিল ধীর গতির। সময় বাড়ার সঙ্গে সঙ্গে খেলায় গতি বাড়িয়ে দেয় দু দলই। কিন্তু এরপরও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কোনো দল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের আনন্দে মেতে উঠে পুরো গ্যালারী। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৫৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আলেক্সান্ডার আইজ্যাক।জোয়েলিন্টন দুর্দান্ত এক ড্রিবলে বলকে নিয়ন্ত্রনে নিয়ে ক্রস করেন পেনাল্টি এরিয়ায়।

চারজন সিটি ডিফেন্ডার চেষ্টা করেও সেই বলকে থামাতে পারেননি। বল চলে যায় আইজ্যাকের পায়ে। সেই বলটিই তিনি জড়িয়ে দেন সিটির জালে। এরপর পুরো ম্যাচে হাজার চেষ্টা চালিয়েও কোনো গোল আদায় করতে পারেনি সিটি। ফলে ১-০ ব্যবধানে জিতে নেয় নিউক্যাসল।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা