কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময়

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে সকল শ্রেণিপেশার নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য দেন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, প্রাক্তন অধ্যক্ষ রতন কুমার ঘোষ, প্রাক্তন ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জি, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শাহীদা হক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন