টঙ্গীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
টঙ্গী পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গীর খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুমাইয়া (৩)। সে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বুজিরকোনা গ্রামের আলামিনের মেয়ে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল আজম বলেন, লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন