চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার টাকার জন্য ছোটভাইকে কুপিয়ে খুন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পাঁচ হাজার টাকার জন্য আপন বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাদিকুল ইসলাম (৩২) সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আফসার আলী ওরফে পাঠানের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক।
পরিবার এবং স্থানীয়রা জানায়, ছোটভাই সাদিকুল ইসলামের কাছ থেকে এক লাখ ধার নিয়েছিল বড়ভাই ও তার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৫ হাজার টাকা ফেরত দেয় বড়ভাই শফিকুল। পাঁচ হাজার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে কলহের সূত্রপাত হয়। একপর্যায়ে বড় ভাই শফিকুল ইসলাম হাঁসুয়া নিয়ে এসে ছোটভাই সাদিকুল ইসলামকে কোপ দেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সাদিকুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরই হত্যাকাণ্ডে জড়িত বড় ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)