সাবেক ওয়াগনার কমান্ডার ট্রোশেভের সঙ্গে দেখা করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুক্রবার ওয়াগনার গ্রুপের অন্যতম সিনিয়র সাবেক কমান্ডার ট্রোশেভের সঙ্গে দেখা করতে দেখা গেছে। স্বেচ্ছাসেবক ইউনিটগুলো কীভাবে ইউক্রেনে লড়াই করতে পারে সে সম্পর্কে কথা বলেছেন পুতিন-ট্রোশেভ।
ক্রেমলিন বলছে, ভাড়াটে দল ওয়াগনার এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করে। মূলত সভাটি ক্রেমলিনের দেখানোর প্রয়াসের ওপর জোর দেয় যে এর আগে ওয়াগনার প্রধান প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর রাজ্যটি এখন ভাড়াটে গোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ পেয়েছে। প্রিগোজিন আগস্টে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন।
এর আগে রাশিয়ার কমার্স্যান্ট পত্রিকা জানিয়েছে, ওয়াগনারের বিদ্রোহের মাত্র কয়েক দিন পর, পুতিন ভাড়াটে সৈন্যদের লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিলেন কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে কমান্ডার আন্দ্রেই ট্রোশেভকে প্রিগোজিনের কাছে থেকে দায়িত্ব নিতে হবে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন ট্রোশেভের সঙ্গে দেখা করেছেন এবং বৃহস্পতিবার রাতে তিনি পুতিনের সবচেয়ে কাছে বসেছিলেন।
ট্রোশেভকে সম্বোধন করে পুতিন বলেন, ‘আপনি নিজেই এক বছরেরও বেশি সময় ধরে এই জাতীয় ইউনিটে লড়াই করছেন। আপনি জানেন এটি কী, এটি কীভাবে করা হয়। আপনি এমন সমস্যাগুলো সম্পর্কে জানেন যা আগে থেকেই সমাধান করা দরকার যাতে যুদ্ধের কাজটি সর্বোত্তম এবং সবচেয়ে সফল উপায়ে হয়।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ-কে জানান, ট্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন।
সোভিয়েত ইউনিয়নের দশকব্যাপী যুদ্ধের সময় তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছিলেন। আফগানিস্তানে তার সেবার জন্য, ট্রোশেভকে দুইবার ‘অর্ডার অফ দ্য রেড স্টার’ পুরস্কার দেওয়া হয়েছিল। ২০১৬ সালে সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তিনি রাশিয়ার সর্বোচ্চ পদক, হিরো অফ রাশিয়ায় ভূষিত হন। সূত্র: রয়টার্স।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেডএএ/এফএ)

মন্তব্য করুন